Think before you step (সামনে এক পা ফেলার আগে ১০ বার ভাবুন)
Friends, you must know that fox is considered to be the smartest among animals. And the goat is said to be the most stupid. Today we will hear the story of these two.
One day a fox fell into a pond. Despite many efforts, he could not come out of that pond. Meanwhile, a goat got very thirsty at that time. The goat turned around and came to the side of the pond.
Seeing the fox in the pond, he asked whether the pond had enough water to drink.
The fox then suppressed his plight and filled his face with a cheeky smile and praised the water of that well in various ways. He said, ‘the water of this pond is so sweet that you will not find such water anywhere around. You come down and drink the water full of life; no one will tell you anything.’
Without delaying the sweet words of the fox, the goat jumped into the pond. Drinking water with joy and the goat thanked the fox.
At that time, the fox told him that they were trapped in a terrible situation. Immediately he made a proposal to the goat to get rid of this trouble. He said, ‘if you lift your front legs and stand upright against the wall of the pond and keep your head down, I will run over your back and go out of the pond. Once I get out I can help you get rescued.’
The goat immediately stood up as suggested by the fox without any thought. The fox jumped on the goat’s back. Grabbed his horn and straightened him up. Then, coming safely out of the pond, he ran to escape without a moment’s delay.
The goat then accused the fox of breaking the terms.
The fox turned around and shouted, ‘oh friend! If you had the same amount of intelligence in your head as the hair in your body, then you would not have jumped down without fixing the way up. Don’t push yourself into danger from which you don’t know how to escape.
So check before doing anything. And it is not right to forget the sweet words of naughty people.
Think before you step সামনে এক পা ফেলার আগে ১০ বার ভাবুন
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে, পশুদের মধ্যে শিয়ালকে সবচেয়ে চালাক মনে করা হয়। আর ছাগলকে বলা হয় সবচেয়ে বোকা। আজ আমরা এই দুজনের গল্প শুনব।
একদিন এক শিয়াল একটি কুয়ার মধ্যে পড়ে গেল। অনেক চেষ্টা করেও সে সেই কুয়া থেকে উঠে আসতে পারল না। এদিকে একটি ছাগলের ওই সময় খুব পিপাসা পেল। ছাগলটি ঘুরতে ঘুরতে কুয়ার পাশে এসে হাজির হলো।
কুয়ার মধ্যে শিয়ালকে দেখে সে জানতে চাইল যে, কুয়ার খাওয়ার মতো পানি আছে কি না।
শিয়াল তখন নিজের দুরবস্থা চেপে গিয়ে এক গাল হাসিতে মুখ ভরিয়ে নানাভাবে সেই কূপের পানির প্রশংসা করল। বলল, ‘এই কূয়োর পানি এত সুমিষ্ট যে আশপাশের কোথাও এমন পানি পাবে না। তুমি নিচে নেমে এসে প্রাণভরে পানি খাও, কেউ তোমাকে কিছু বলবে না।’
শিয়ালের মিষ্টি কথায় দেরি না করে ছাগল কুয়ার ভেতর লাফিয়ে পড়ল। পেটপুরে পানি খাওয়ার পর শিয়ালকে ধন্যবাদ দিল।
এ সময় শিয়াল তাকে জানাল, ভয়ানক অবস্থায় তারা আটকা পড়েছে। এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য ছাগলের কাছে সে একটা প্রস্তাব রাখল। বলল, ‘তুমি যদি তোমার সামনের পা দুটো তুলে কুয়ার দেয়ালে ভর দিয়ে খাড়া হয়ে দাঁড়াও আর তোমার মাথাটা নিচু করে রাখ, আমি তাহলে তোমার পিঠের ওপর দিয়ে দৌড়ে কুয়ার বাইরে চলে যাব। আমি একবার বের হতে পারলে তোমাকেও তখন উদ্ধার পেতে সাহায্য করতে পারব।’
ছাগল কোনো ভাবনা-চিন্তা না করে সঙ্গে সঙ্গে শিয়ালের প্রস্তাবমতো দাঁড়িয়ে গেল। শিয়াল লাফ দিয়ে ছাগলের পিঠে চড়ল। তার শিং ধরে নিজেকে সোজা করল। তারপর নিরাপদে কুয়ার বাইরে এসেই একটুও দেরি না করে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য দৌড় দিল।
ছাগল তখন শিয়ালকে শর্তভঙ্গের জন্য অভিযুক্ত করল। শিয়াল ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে বলল, ‘ওরে বুদ্ধু! তোর শরীরে যত চুল, তোর মাথায় যদি সেই পরিমাণ বুদ্ধি থাকত তা হলে ওপরে ওঠার পথ ঠিক না করে তুই নিচে ঝাঁপিয়ে পড়তি না। যেই বিপদ থেকে রেহাই পাওয়ার কোনো উপায় তোর জানা নেই, সেই বিপদের দিকে নিজেই নিজেকে এইভাবে ঠেলে দিতিস না।
সুতরাং কোনো কাজ করার আগে দেখেশুনে করা উচিত। আর দুষ্টু লোকের মিষ্টি কথায় ভোলাও ঠিক না।
So, Think before you step, Think before you step………