Use of The
- নির্দিষ্ট এক বা একাধিক ব্যক্তি বা বস্তু বুঝালে তার পূর্বে the বসে।
The boy went there.
The boys went there.
- সমগ্র জাতি বুঝাতে singular noun এর পূর্বে the বসে। এর নাম generalizing the.
The dog is a faithful animal.
(অন্যভাবে, A dog is a faithful animal. Or, Dogs are faithful animals.)
- পূর্বে পরিচিত বা ব্যবহৃত কোন noun এর পূর্বে the বসে। এর নাম familiar the.
I come home and switch on the fan (the fan that I usually use).
He felt unwell and consulted the doctor (the doctor whom he/ they usually consult).
- যে the পূর্ববর্তী কোন noun/ noun phrase/ clause কে ইঙ্গিত করে ঐ the এর নাম anaphoric/ back pointing the.
Yesterday I bought a pen but the pen did not write well. (এখানে the pen বলতে গতকাল আমি যে কলমটি কিনেছিলাম তাকে বোঝানো হচ্ছে।)
- যে the তার পরবর্তী কোন noun/ noun phrase/ clause কে ইঙ্গিত করে ঐ the কে ইঙ্গিত করে ঐ cataphoric বা forward pointing the বলে।
The book on the table is mine. (এখানে The book বলতে টেবিলের উপরের বইকে বুঝানো হচ্ছে।)
The boy, who came here, is my brother. (এখানে the boy বলতে যে বালকটি এখানে এসেছিল তাকে বুঝানো হচ্ছে।)
- Ordinal number (first, second, third etc) এর পূর্বে the বসে। the 10th May, the first boy, 5th session. কিন্তু Edward IV, June 15. (তবে, বলার সময় 4th, the 15th বলতে হবে।)
- Superlative degree এবং superlative সূচক word এর পূর্বে the বসে।
He is the best boy.
He is the man (the best man) of the match.
- ‘যত তত’ অর্থ বুঝাতে adverb হিসাবে comparative degree এর পূর্বে the বসে।
The sooner, the better.
The more he gets, the more he wants.
- বিশেষ কোন শ্রেণী বুঝাতে adjective এর পূর্বে the বসে plural noun এর মত অর্থ প্রকাশ করে।
The virtuous (virtuous men) are always happy.
The poor (poor men) are born to suffer.
- কোন কোন সময় common noun এর পূর্বে possessive adjective (my, our, your, his, her, their, its ইত্যাদি) এর পরিবর্তে the বসে।
I caught him by the neck. (The = his)
He pulled the cat by the tail. (The = its)
The man pulled the boy by the car.
- জাতির নাম এবং পরিবারের plural হিসাবে ব্যবহৃত নামের পূর্বে the বসে।
The English are industrious.
He is a member of the scheduled caste.
The Boses are intimate with the Browns.
- সমগ্র বস্তু অংশ বিশেষ বোঝাতে adjective এর পূর্বে the বসে।
The child likes the yellow of an egg. (The yellow = ডিমের অংশ বা কুসুম) We entered the thick (thick part) of the forest.
- Adjective, adjectival phrase বা clause কোন proper noun কে modify (বিশেষিত) করলে এদের পূর্বে the ব্যবহার করা হয়।
Akber the Great, was an emperor of Delhi.
The immortal Kalidas was a pundit.
- পৃথিবী, সূর্য, চন্দ্র, আকাশ, নক্ষত্র, দিক যে সকল নামে মাত্র একটি বস্তুকেই বুঝায় এদের পূর্বে the বসে।
the earth, the sun, the moon, the sky, the west
- Of the two এর উল্লেখ বা ইঙ্গিত সহ দুয়ের মধ্যে তুলনা বুঝাতে comparative degree এর পূর্বে the বসে।
Marufa is the taller of the two girls.
Of the two boys, Khurshid is the younger.
- যে সকল noun দ্বারা পেশা বা বৃত্তি বুঝায় তার পূর্বে the বসে।
They will join the bar (আইন পেশা) / the army. (সেনাবাহিনী)
It is responsibility of the press. (সাংবাদিকতা)
- একই গুণ বিশিষ্ট দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বুঝাতে যার সঙ্গে তুলনা করা হয় তার পূর্বে the বসে।
Narayanganj is the Dundee of Bangladesh.
Rabindranath is the Shakespeare of India.
Sylhet is the London of Bangladesh.
- Road এর নামের পূর্বে the বসে, কিন্তু street বা avenue এর নামের পূর্বে the বসে না।
I was going along the Abdul Gani Road. (কিন্তু, He has a shop on Manik Mia Avenue.)
- বাদ্যযন্ত্র বাজালে তার পূর্বে the বসে। অন্যথায় the বসে না।
He plays the guitar. (কিন্তু, He has a guitar).
বাজানো অর্থে group verb হিসাবে play on ব্যবহার করলেও তারপর the বসে না। (He plays on guitar.)
- সমষ্টিবাচক দেশের নামের পূর্বে the বসে।
The United States of America. (The USA)
The United Kingdom. (The UK)
- বর্ণনামূলক ভৌগোলিক অর্থ থাকলে কোন প্রদেশের নামের পূর্বে the বসে।
The Punjab, the Deccan.
- Common noun এবং adjective যদি abstract idea প্রকাশ করে তবে এদের পূর্বে the ব্যবহৃত হয়।
The mother (motherly feelings) rose in her.
Check the beast (beastly nature) in you.
- সাধারণ নিয়মে proper noun এর পূর্বে কোন the বসে না। কিন্তু ব্যতিক্রম হিসাবে নিম্নলিখিত proper noun গুলির পূর্বে the বসে।
a) ধর্মগ্রন্থ: The Quran, the Geeta, the Bible.
b) কতিপয় প্রসিদ্ধ গ্রন্থ: the Hiad, the Puranas, the Ramayans. কিন্তু বইয়ের নামের আগে লেখকের নাম থাকলে the বসে না। Homer’s iliad, Valmik’s Ramayana
c) সংবাদপত্র: The Daily Star
d) জাহাজ: The Titanic
e) ট্রেন: The Shahjalal Express, the Egaro Sindur
f) বিমান: The Boeing 707
g) মহাশূন্যযান: (Space craft) : the Skylab, the Sputnik
h) নদী: The Padma, the Jamuna
i) উপসাগর: The Bay of Bengal
j) সাগর: The Arabian Sea, the Red Sea
k) মহাসাগর: The Pacific Ocean, the Atlantic Ocean
l) পর্বতমালা: (Mountain ranges) the Himalayas, the Alps
m) দ্বীপপুঞ্জ: (Group of islands) the Hebrides, the West Indies, the Andaman’s
n) মরুভূমি: (Desert) the Sahara
o) বিখ্যাত ভবন: The Tajmahal
p) ) বিখ্যাত ঐতিহাসিক ঘটনা: The French Revolution
q) উল্লেখযোগ্য সরকারি বা জনসাধারণের জন্য নির্মিত স্থান/ ভবন: The High Court, the Parliament, the cinema, the theater.
- কোন নির্দিষ্ট স্থানের বা প্রকারের পদার্থ বুঝাতে material noun/ uncountable noun এর পূর্বে the বসে।
The rice of Dinajpur is fine. The water of this jug is pure.
- কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর গুণ বোঝালে abstract noun এর পূর্বে the বসে।
The honesty of my father is known to the villagers.
The kindness of my mother is known to all.
নিম্নলিখিত Noun এর পূর্বে The বসে
(use of The)
Incorrect: Always speak truth.
Correct: Always speak the truth.
Incorrect: This is not time to play.
Correct: This is not the time to play.
Incorrect: Quran is a holy book.
Correct: The Quran is a holy book.
Incorrect: Himalayas are highest mountains.
Correct: The Himalayas are the highest mountains.
Incorrect: This is a slip of tongue/ pen.
Correct: This is a slip of the tongue/ pen.
Incorrect: Earth goes round sun.
Correct: The earth goes round the sun.
Incorrect: Horse is a useful animal.
Correct: The horse is a useful animal.
Incorrect: He speaks English like English.
Correct: He speaks English like the English.
Incorrect: Bay of Bengal is to south of Bangladesh.
Correct: The Bay of Bengal is to the south of Bangladesh.
Incorrect: He lives in U.S.A
Correct: He lives in the U.S.A
Incorrect: Arif is stronger of two brothers.
Correct: Arif is stronger of the two brothers.
Incorrect: Samad worked all day.
Correct: Samad worked all the day.
Incorrect: I read about it in papers.
Correct: I read about it in the papers.
Incorrect: Boats sail on river.
Correct: Boats sail on the river.
Incorrect: Punjab is land of five rivers.
Correct: The Punjab is a land of five rivers.
Incorrect: Padma is a big river.
Correct: The Padma is a big river.
Incorrect: Gold of Arabia is pure.
Correct: The gold is Arabia is pure.
Incorrect: I pulled him by ear.
Correct: I pulled him by the ear.
Incorrect: He struck me on head.
Correct: He struck me on the head.
Incorrect: I caught him by hand.
Correct: I caught him by the hand.
Incorrect: The thief stole all books I had.
Correct: The thief stole all the books I had.
Incorrect: Poor are born to suffer.
Correct: The poor are born to suffer.
Incorrect: Virtuous are blessed.
Correct: The virtuous are blessed.
Incorrect: The snake bit him in leg.
Correct: The snake bit him in the leg.
Incorrect: Taj looks very fine.
Correct: The Taj looks very fine.
Incorrect: Pen in mightier than sword.
Correct: The pen in mightier than the sword.
Incorrect: He is in wrong.
Correct: He is in the wrong.
Incorrect: Late Sher-E-Bangla was a great leader.
Correct: The Late Sher-E-Bangla was a great leader.
Incorrect: Which is cleverer, Sumi or Rumi?
Correct: Which is the cleverer, Sumi or Rumi?
Incorrect: Nazrul is Shelley of Bangladesh.
Correct: Nazrul is the Shelley of Bangladesh.
Incorrect: Both boys made a good result.
Correct: Both the boys made a good result.
Incorrect: He went abroad on 10th instant.
Correct: He went abroad on the 10th instant.
Incorrect: Life is country is pleasant.
Correct: Life in the country is pleasant.
Learn More “Common Errors a & an | Article | Grammar Part-2“